Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
মসলা গবেষণা উপ-কেন্দ্র, বিএআরআই, ফরিদপুর কর্তৃক উদ্ভাবিত রসুনের নতুন জাত “বারি রসুন-৫” জাত হিসেবে জাতীয় বীজ বোর্ড কর্তৃক নিবন্ধিত
Details
মসলা গবেষণা উপ-কেন্দ্র, বিএআরআই, ফরিদপুর (Spices Research Sub Centre, Bangladesh Agricultural Research Inst, Faridpur) এর ৬ বছর গবেষণার ফলাফল স্বরুপ রসুনের নতুন জাত বারি রসুন-৫ বাংলাদেশ সরকার কর্তৃক অবমুক্ত হয়েছে। 
জাতটির বৈশিষ্ট্য: 
 ১. গাছের গড় উচ্চতা ৬৫-৭৫ সেন্টিমিটার।
২. ফলন প্রায় ৯-১০ টন/ হেক্টর।
৩. প্রতিটি রসুনের ওজন ২২-২৫ গ্রাম প্রায়।
৪. প্রতি রসুনে কোয়ার সংখ্যা প্রায় ১৭-২০ টি।
৫. কোয়ার গড় ওজন প্রায় ১.৪-১.৬ গ্রাম। যা বাংলাদেশে উৎপাদিত অন্যান্য জাত থেকে বড়।
৬. জীবনকাল ১৪০-১৫০ দিন।
৭. মাঠ থেকে রসুন সংগ্রহকালীন পাতা কিছুটা সবুজ থাকে।
Image
Publish Date
21/12/2023
Archieve Date
29/02/2024